নির্বাচিত প্রশ্ন - ২
আমি কালো।মুখভর্তি ব্রণ।আমার এই লুকের কারনে সবসময়ই হীনমন্যতায় ভুগি। মানুষের সামনে নিজেকে প্রকাশ করতে পারি না।সুন্দর মানুষ দেখলে জেলাস ফিল করি। আল্লাহ কেন আমাকে কালো বানিয়েছেন, সেটা নিয়ে আফসোস করি।মেয়েদের সাথে এই লুক নিয়ে সামনাসামনি কথা বলার সাহস হয়ে উঠে না।সবসময়য় নিজেকে ভীড়ের মাঝে আড়াল করে রাখতে ইচ্ছা করে।পুরোপুরি হতাশ।মনে হচ্ছে আমার পক্ষে সফলতা অর্জন করা সম্ভব না।
ফালতু কথার জায়গা পান না। চেহারা নিয়ে কেউ আটকে থাকে না। পারলে এই চেহারাকে পুঁজি করে কিছু করে দেখান। অভিনেতা হাসান মাসুদ (TV actor), তার চেহারাকে ব্যবহার করছেন বলেই, এই লেভেলে আসা সহজ হইছে (ব্যক্তিগত মতামত। উইথ অল ডিউ রেসপেক্ট) আর মেয়েদের সামনে কথা বলতে পারসোনালিটি লাগে, চেহারা না। গুগলে গিয়ে "sumaiya shimu wedding pictures" লিখে সার্চ দেন। শুধু গায়ের রং দিয়ে রিলেশন হয় না। নজরুল ভাইয়ের মতো কিছু করে দেখান। সুমাইয়া শিমুর চাইতেও সুন্দরী গার্লফ্রেন্ড পাবেন।