নেশাগ্রস্থ বাবা ও সংগ্রামী সন্তান

নির্বাচিত প্রশ্ন - ৩

নির্বাচিত প্রশ্নের মূল পেইজ

প্রশ্ন::

আমরা ৫ ভাই এক বোন। আমি ভাইদের মধ্যে ২য়। বোন সবার বড়। বোনটাকে বিয়ে দিয়েছি (২০১৩) বাড়ির সবার সাহায্যে। বড় ভাই টেইলার। পারলে মাস দুমাসে বাড়িতে ২০০০-৩০০০ টাকা দেয়। আমার বাবা গ্রামের ইউনিয়ন অফিসের একজন দফাদার(বেতন ২০০০টাকা)। নিয়মিত গাজা/সিগারেট জাতীয় ধূমপান করে, অকথ্য অশ্লীল ভাষায় গালিগালাজ করে। প্রত্যেকদিন রাত ১১-১২ টায় বাসায় আসে। ভাতটাত খেয়ে গাজা খেয়ে রাত ১টা অথবা ২টায় ঘুমায়। সকাল ৯-১০টা বাজে ঘুম থেকে উঠে।

আমি যখন প্রাইমারী স্কুলে পড়তাম তখন স্কুল থেকে ফিরে এসে প্রায় দিন দেখতাম আমার আব্বা আম্মাকে বকাবকি করে লাঠি নিয়ে দৌড়িয়েছে। তাছাড়া বাবা প্রায় সবসময় আমাদের ভাইবোনদেরকে মারধর করে আর কড়া গলায় ধমক দেয়। সময়ে-অসময়ে, কারণ-অকারণে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সামান্য কারণে রেগে যায়, প্রচুর বকাবকি করে। আর সবসময়ই সংসারে অভাব অনটন লেগে থাকত (এখনও থাকে)। অনেক কষ্ট করে পড়ালেখা চালিয়ে যেতে হচ্ছে। জীবনে কোনও প্রাইভেট পড়িনি। এমন অনেক দিন গিয়েছে যেদিন আমরা নুন মরিচ দিয়ে একবেলা খেয়ে দিন পার করে দিয়েছি। খেয়ে-আধা খেয়ে বড় হয়েছি। আম্মার আত্মীয় স্বজনদের দেওয়া পুরাতন কাপড় চোপড় পড়ে স্কুলে গিয়েছি। এভাবে বড় হয়েছি একটা পুঁটি মাছের আত্মা নিয়ে।

এইত কয়েকদিন আগে আম্মার সথে ঝগড়া করে লাঠি নিয়ে দৌরিয়েছে। আমি গিয়েছিলাম ফেরাতে, আমাকে উল্টো লাঠি দিয়ে মারতে আসছে। প্রতিবাদ করার মত সাহস পাইনা। কিছু বলতে গেলেও মুখ থেকে যেন কিছু বেরোওনা। জীবনেও বাবার মুখের উপর কোন কথা বলিনি। একবার বলেছিলাম, আপনার এখন বয়স হয়েছে আর আমরা বড় হয়েছি, এখন এসব খারাপ ভাষায় বকাবকি করতে লজ্জা হয়না? তখন আমাকে ধমক দিয়ে বলেছে, I say get out! আমি মাথাটা নিচু করে বাড়ি থেকে বের হয়ে গেলাম। আরেকদিন বাজারে সবার সামনে বকাবকি করেছিল। সেদিন আম্মার কাছে ফোন দিয়ে কান্না করেছিলাম আর বলেছিলাম আর কোনদিন বাড়িতে আসবনা। এরকম ঘটনা বহুত আছে নাইবা বললাম।

পড়ালেখায় এতটা খারপ ছিলাম না। ক্লাস ৪ এ রোল নং ছিল ৪। আমি যখন ক্লাস ৮ এ উঠি (রোল হয়েছিল ৮) তখন (রেজাল্ট দেওয়ার আগে) আমাকে একটা মুদি দোকানে কাজ করার জন্য অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয়। সেখানের কষ্টের কথা নাইবা বললাম। যাহোক একমাস শেষে ৫০০ টাকা পেয়ে আব্বাকে দিয়েছিলাম। তারপর এসে স্কুলে ভর্তি হয় এবং কম্পিউটার (MS office) শিখেছিলাম ফ্রিতে। বাবা ভর্তি করিয়ে কোন কোর্স ফি দিতে পারেনি। সেখানেও অনেক কষ্টে নিজে নিজে একটা ডায়েরি থেকে দেখে দেখে MS Office শিখেছিলাম। উল্লেখ্য যে, বাবা আমাকে কোন সময়ই আমার পড়ালেখা অথবা অন্য কিছুতে কোন টাকা দিতে পারেনি।

তারপর UISC (Union information & service center) তে উদ্যোক্তা হিসেবে কাজ করি প্রায় ৩ বছর। এখানে থেকে নিজের স্কিল ডেবলাপ করেছি এবং একটা পিসি কিনেছিলাম। বর্তমানে ফ্রিলেন্সিং করছি প্রায় ৬ মাস ধরে একজন ওয়েব ডিজাইনার হিসেবে। কাজটা শিখেছিলাম শখের বশেই নিজে নিজে। ফ্রিলেন্সিং কাজ এর জন্য UISC এর ছেড়ে দিতে হয়েছে। কয়েকমাসে ৮০ হাজারের মত টাকা বাড়িতে দিয়েছি। আব্বাজান ভাল ব্যবহার করে যখন তার হাতে টাকা তুলে দেয়, টাকা না দিতে পারলে বকাবকি। এই টাকা দিয়ে বাবা একটা ঘর বানিয়েছে আমার কথামত। কিন্তু সমস্যা হচ্ছে, আব্বাজান ঘর করতে গিয়ে আক্কেল জরিমানা দিয়ে প্রায় ৬০ হাজার টাকা কর্জ করেছে। আমি বর্তমানে HSC পরীক্ষা দিচ্ছি। সেজন্য কোন কাজও করতে পারছিনা দু মাস যাবৎ। তবুও পরীক্ষার ফাকে কিছু কাজ করে ঘরের আসবাবপত্র কিনেছি। পরীক্ষা শেষ হবে এ মাসের ১১ তারিখ। আর এদিকে আমাকে অনেক দিন ধরে টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছে। সব বাকিওয়ালারা এসে এখন চাপ দিচ্ছে টাকা দেওয়ার জন্য। কিন্তু বর্তমানে কাজে এপ্লাই করেও কাজ পাচ্ছিনা তাই পড়ে গিয়েছি মহা মুশকিলে। উল্লেখ্য, আমি আগে থাকতাম গরুর ঘরে। এই ভাঙ্গা ঘরে আমার পিসির যথেষ্ট নিরাপত্তা ছিলনা।

পরীক্ষা, পড়ালেখা, ইনকাম, কাজ শেখা, ঋণের চাপে খুবই হতাশায় দিন কাটছে। কিভাবে এসব সমস্যা থেকে মুক্ত হতে পারি এবং এই মুহুর্তে কি-ইবা আমার করণীয়, বাবাকে কিভাবে ভাল করতে পারি...

আমার উত্তর::

আমি নিশ্চিত আপনি অলরেডি উতরে যাওয়ার রাস্তা ধরে ফেলছেন। আপনার চেষ্টা, সাধনা, সংগ্রাম অনেকেরে প্রেরণা জোগাবে। জাস্ট ধৈর্য্য ধরে লেগে থাকুন। উপায় ঠিকই বের হয়ে যাবে।


FB post