চেষ্টা না করার মানেই ব্যর্থতার নদীতে ডুবে মরা

চেষ্টার নেশা, সফলদের একমাত্র পেশা

চেষ্টা বিষয়ক সব লেখার মূল পাতা

সাতার না জানাটা সমস্যা না। সাতার জানি না বলে, হাত পা ছোড়াছুড়ি না করাটা সমস্যা। নিজের হাত পা নিজে ছোড়াছুড়ি না করলে, অন্য আরেকজন এসে আপনার হাত পা ছোড়াছুড়ি করে দিবে না। আপনি ভেসে থাকার চেষ্টা না করলে আরেকজন মাথায় তুলে আপনাকে ভাসিয়ে রাখবে না। আপনার ভাসা আপনাকেই ভাসতে হবে। আপনার টিকে থাকা, এগিয়ে যাওয়ার চেষ্টা আপনাকেই করতে হবে। সাতার জানি না, মনে হয় পারবো না, কিছু বুঝতেছিনা, আমারে দিয়ে হবে না মনে করলে, দুই মিনিটেই দশ ঢোক পানি গিলে, খুব সহজেই ডুবে যাবেন। হারিয়ে যাবেন। ডুবে যাওয়া কঠিন কিছু না। বেচে থাকা, এগিয়ে যেতে পারাটাই কঠিন কিছু। সেই কঠিন সবকিছুর সামনে বুক চেতিয়ে দাড়াতে পারলেই জীবনে সফল হওয়া যায়।

ঝামেলায় পড়ে, সমস্যায় আটকে গিয়ে কোনভাবেই ঝট খুলতে না পারলে, একটু অন্যভাবে চিন্তা করে দেখেন। সাতার জানি না তো কি হইছে, হাত পা নাড়াচাড়া তো করতে পারি। হাত পা নাড়াচাড়া করেই দেখেন কি হয়। যতক্ষণ হাত পা নাড়াচাড়া করতে পারবেন, ততক্ষণ ভেসে থাকতে পারবেন। হাত পা নাড়াচাড়া করতে করতে একটু পরে দেখবেন গায়ের জামাকাপড় পানিতে ভিজে ভারী হয়ে গেছে। এগুলা সহ নাড়াচাড়া করতে কষ্ট হয়। দরকার হলে আন্ডারওয়ার রেখে প্যান্ট খুলে ফেলেন। তারপর পা দিয়ে পানিতে লাথি দেয়া সহজ হয়ে যাবে। একটু পরে, ভাবলেন গায়ের ভারী শার্টটা আরোও ভারী হয়ে গেছে। সেটা খুলে একটু দুরে ছুড়ে ফেলে দেন। গাঢ় নীল রঙের শার্টটার দিকে মন খারাপ করে তাকাতেই দেখলেন, শার্টের নিচে বাতাস জমে পানির উপরে ফুলে আছে। সেটা দেখেই মাথায় আইডিয়া আসবে। শার্টের নিচে জমে থাকা বাতাস একটা বাতাস ভর্তি টিউবের মতো। এখন শার্টের নিচে বাতাস আটকিয়ে পানির উপরে চেপে ধরলে এক মিনিট ভেসে থাকা যাবে। এই এক মিনিটে একটু একটু করে পানিতে লাথি দিয়ে তীরের দিকে একটু একটু করে এগিয়ে যেতে পারেন। তীরে পৌঁছে যেতে পারেন।

যন্ত্রণা, প্রতারণা, হতাশা বা ব্যর্থতার নদীতে ডুবে মরার চাইতে একটু একটু করে সমস্যা গুলাতে লাথি মারেন। সব সমস্যা এক সাথে লাথি মারতে পারবেন না। একটা সমস্যাকেই বার বার লাথি মারেন। আর একটু একটু করে তীরের দিকে আগাইতে থাকেন। সমস্যা যত কঠিনই হোক, নদী যত বড়ই হোক, চেষ্টার লাথি মারতে থাকলে, সফল হবার সম্ভাবনা বাড়তে থাকবে। চেষ্টার লাথি বন্ধ করলে, অল্পতেই ডুবে মরতে হবে।

সঙ্গেই থাকুন::

হুট হাট করে মাঝে মধ্যে লেখা আসবে


FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]