Make Website in 5 minutes

Anyone can Program

Basic Web Development

উদ্দেশ্য :

শুধুমাত্র কম্পিউটার অন অফ করতে জানেন, তাদের জন্য ৫ মিনিটে ওয়েবসাইট তৈরী করা।

প্রয়োজনীয় যন্ত্রপাতি:

একটি কম্পিউটার যেখানে নোটপ্যাড (notepad ) এবং একটা ব্রাউজার আছে। নোটপ্যাড-এ ওয়েবসাইট লেখা হয় আর ব্রাউজার দিয়ে তা দেখা হয়।

কাজের বিবরণ:

  1. নোটপ্যাড খুলে তাতে কিছু একটা (“amar sonar bangla”) লিখে সেটাকে “bd.html” নামে save করুন। তাতেই bd নামে একটা ওয়েবসাইট হয়ে যাবে। (ভাই, .html হিসেবে save করে কেমনে? উত্তর: ভিডিও দেখেন)।
  2. “bd.html” ফাইলটা ডাবল ক্লিক করলে তা কোনো একটা ব্রাউজারে ওপেন হবে। আপনি যদি আরো কিছু লিখতে চান তাহলে লিখা শেষ করে ফাইলটি save করুন। তারপর ব্রাউজার রিফ্রেশ করলে আপনার নতুন লেখাগুলো দেখা যাবে।
  3. html মানে hypertext markup language. তার মানে এইটা একটা language(ভাষা). এই ভাষায় দুনিয়ার সব ওয়েবসাইট কথা বলে এবং রূপধারণ করে । এই ভাষার বাক্যগুলোতে দুটো অংশ থাকে, এদেরকে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ বলে। উভয় ট্যাগ দেখতে একই রকম শুধু ক্লোজিং ট্যাগে একটা “/”বেশি থাকে। যেমন, <head></head>
  4. আমরা যদি <h1>Bangladesh</h1> লেখি তাহলে তা সবচেয়ে বড় হেডার হয়ে যাবে। তার চেয়ে ছোট <h2></h2> একইভাবে <h3></h3> থেকে <h6></h6> পর্যন্ত।
  5. কোনো প্যারাগ্রাফ লিখতে চাইলে তা <p></p> মাঝখানে লিখতে হবে।
  6. কোনো লেখাকে বোল্ড (মোটা) করতে চাইলে তা <b></b> মাঝে লিখতে হবে।
  7. আপনি অন্য কোনো ওয়েবসাইট বা পেইজের সাথে সাথে লিংক করতে চান তা হলে <a href=”www.sulekha.com“>jan pakhi</a> লিখতে হবে। jan pakhi তে ক্লিক করলে www.sulekha.com ওপেন হবে। href=”” এর মধ্যে বলে দিতে হবে ক্লিক করলে কোথায় যাবে।
  8. কোনো ছবি দেখাতে চাইলে তা <img src=”sokhina .jpg”></img> এর মত করে লিখতে হবে। তাতে আপনার বান্ধবীর ছবি দেখা যাবে।

ফলাফল:

আপনি ৫মিনিটে ওয়েবসাইট তৈরী করতে পারেন। যদি ৫ মিনিটে না পারেন তাহলে পুনরায় ভিডিও দেখে আবার চেষ্টা করুন। এভাবে চালাতে থাকুন যতক্ষণ পর্যন্ত ৫ মিনিটের কম সময়ের মধ্যে ওয়েবসাইট তৈরী করতে না পারছেন।

সীমাবদ্ধতা:

আপনার জান পাখি যদি আপনার পাশে না থেকে সিলেট বা লন্ডনে থাকেন, তাহলে সে এই ওয়েবসাইটা দেখতে পাবেন না। কস্কি মমিন? তাইলে সুলেখারে পটামু কেমনে? উত্তর: সঙ্গেই থাকুন।

সিদ্ধান্ত:

চোখ কান এর সাথে ফেইসবুক খোলা রাখুন পরবর্তি ভিডিওর জন্য।

উপলব্ধি:

এইটা কোর্সটা আসলেই যারা কম্পুটার অন অফ করতে জানেন তাদের জন্য (মার্ক যুকার্বার্গও নিশ্চই কম্পুটার অন অফ করতে জানেন)

next lecture



Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]