২০১৭ সালে আমি যে ২০টি বই পড়েছি

বইপড়া মেইন পেইজ

আমার টপ ফাইভ:

২০১৭ সালে আমি কিছু অসাধারণ বই পড়েছি। অনেক অনেক জিনিস শিখেছি। সেখান থেকে অনেক কিছু আমার লাইফে এপ্লাই করেছি। আমি শিউর এখন থেকে কিছু বই তুমি পড়লেও তুমি তোমার লাইফে এগুলা এপ্লাই করতে পারবে। এবং জীবনকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারবে

১. যদ্যপি আমার গুরু - আহমেদ ছফ
অসাধারন বললে কম হবে। মূলত এই একটা বই পড়ে আমি বুঝেছি সারাজীবন বই না পড়ে মস্ত বড় ভুল করেছি।
২. The 4-Hour workweek - Timothy Ferris
এই বইটা আমার লাইফস্টাইল এবং কিভাবে সময় বের করে আনতে হয় সেটা শিখিয়েছে। এই বইয়ের কারণে প্রতিদিন সকালে দেড় ঘন্টা এক্সট্রা সময় বের করেছি আমি। যার কারণে এই বছরের বইমেলায় দুইটা বই লেখার সাহস করতে পেরেছি।
৩. Hatching Twitter - Nick bilton
কিভাবে Evan Williams টুইটার থেকে Jack Dorsey কে বের করে দিছে। আবার Jack Dorsey ফায়ার এসে Evan Williams কে বের করে দিছে। আর একদম অরিজিনাল যে ফাউন্ডার সে এক পয়সাও পায়নি টুইটার থেকে। এছাড়াও আছে একটা সফটওয়্যার তৈরির গল্প। একটা কোম্পানি তৈরির গল্পন। কনফ্লিক্ট কিভাবে জেগে উঠে কিভাবে বন্ধু বন্ধুর সাথে বিট্রে করে। এক্সট্রা হিসেবে আছে মার্ক জুকারবার্গের সাথে টুইটারের মারামারি। বিক্রি হওয়ার উপক্রম। থ্রিলার মুভিকেও হার মানায় এই গল্প।
৪. Delivering Happiness - Tony Hsieh
স্টুডেন্ট লাইফে কিভাবে সিচুয়েশনকে একটু ডিফারেন্টভাবে দেখতে হয় এবং সেখান থেকে টাকা কামাই করা যায় কিভাবে বুদ্ধি খাটিয়ে অন্যদের দিয়ে প্রশ্ন সল্ভ করে নিজে সল্যুশন পাওয়া যায় আবার টাকাও কামানো যায়। ছোট ছোট পুচকা বিজনেস আইডিয়া ভর্তি এই বই। তাছাড়া আছে চাকরি ছেড়ে কিভাবে রিস্ক নিতে হয়। কিভাবে একটু একটু করে ১ বিলিয়ন ডলারের কোম্পানি তৈরি করতে হয় । কাস্টমারকে হ্যাপি করা যায়। যারা এন্টারপ্রেনার তাদের জন্য অবশ্য পাঠ্য এই বই
৫. Rich dad Poor dad - Robert Kiyosaki
এই বই নিয়ে ভিডিও অনেকবার দেখেছি কিন্তু বইটা পড়তে অসাধারন। দুনিয়ার সবাইকে টাকা কমানোর উপায়, লাইফ ম্যানেজ করার উপায় খুব বাস্তব নিরিখে দেখিয়ে দিবে এই বই

স্টার্টআপ ও বিজনেস রিলেটেড কোনো যেসব পড়েছি:

৬. The Lean Startup - Eric Ries
এই বইটাতে খুব ডিটেইলভাবে বলা আছে স্টার্টআপ কিভাবে শুরু করতে হয়। কিভাবে প্রোডাক্ট ডিজাইন করতে হয়। জাপানি lean কনসেপ্টকে স্টার্টআপ এর জন্য কাজে লাগিয়ে কিভাবে বিজনেস দাঁড় করানোটা সহজ করা যেতে পারে
৭. The $100 Startup - Chris Guillebeau
ছোট ছোট করে সাইড বিজনেস কিভাবে করতে হয়। কিভাবে স্বাধীনভাবে কাজ করেও চাকরির সমান বা বেশি ইনকাম করা যায়। সুখী ও সুন্দর লাইফ লিড করা যায়। যারা খুচরা বিজনেস করতে চায় তাদের জন্য এই বইটা অনেক অনেক ভালো।
৮. The Start up of you - Reid Hoffman
লিংকডইন এর প্রতিষ্ঠাতা এবং তার লাইফের অনেক কাহিনী নিয়ে এই বইটা। এই বইটা ভালো। তবে অন্য বইগুলা চাইতে একটু কম মজা লাগছে
৯. Zero to One - Peter Thiel
এই বইটা মোটামুটি ভালো। কয়েকটা ভালো জিনিস আছে। এই বই থেকে paypal মাফিয়া সম্পর্কে জেনেছি। কঠিন বিজনেস কম্পিটিশনে কিভাবে টিকতে হয়, কিভাবে কোলাবোরেট করতে হয়। এবং এলোন মাস্ক সম্পর্কে অনেক কিছু আছে এই বইতে।
১০. Creativity Inc - Ed Catmull
এই বইটা ভালো। কিন্তু লাস্টের দিকে এসে কেমন জানি বুরোক্রেসি নিয়ে বেশি কথা বলছে মনে হইছে আমার। শুরুর দিকটা বেশ ভালো। do or do not there is no try জিনিসটা এই বই থেকে শিখেছি।

বিজনেস প্রমোট করা রিলেটেড বই একটু কম পড়া হয়েছে। তবে যে তিনটা পড়েছি এই তিনটা আগুন।

১১. Growth Hacking - Ryan Holiday
এই বইটার কথা বলেছে উদ্ভাসের সোহাগ ভাই। এই বইটা মডার্ন low cost বা no cost মার্কেটিং সম্পর্কে প্রাথমিক ধারণা নেয়ার জন্য অসাধারণ। ইদানিং কালে কোম্পানিগুলো কিভাবে জেগে উঠছে সেইসব কাহিনী বলা আছে এই বইতে।
১২. Hacking Growth - Sean Ellis & Morgan Brown
গ্রোথ হ্যাকিং রিলেটেড অসাধারন বই। কেউ যদি বিজনেস করতে চায়। বা মার্কেটিং নিয়ে ইনারেষ্টেড তাদের এই বইটা মাস্ট পড়তেই হবে। কিভাবে করতে হবে সেটা স্টেপ বই স্টেপ বলা আছে।
১৩. My Life in Advertising - Claude Hopkins
কেউ যদি মার্কেটিং এ পড়তে চায় তাদের এই বই পড়তেই হবে। যদি ১৯০০ সালে কিভাবে মার্কেটিং, বিজনেস প্রমোট করতে হয় সেটা বলা আছে। কিন্তু প্রায় সব কিছুই আজকের দিনেও ইফেক্টিভ।

সেলফ হেল্প রিলেটেড যেসব বই পড়েছি

১৪. Who Moved my Cheese - Spencer Johnson
এইটা পিছলা পোলাপানের জন্য অবশ্য পাঠ্য। এইটার চমৎকার একটা ভিডিও আছে। অনেক সহজ এবং ছোট করে খুবই কাজের একটা জিনিস বলা হৈছে এই বইতে।
১৫. Eat That Frog - Brian Tracy
যে ঢিলামি করে তাদের জন্য খুবই ভালো টিপস দেয়া আছে এই বইতে।
১৬. The Power of Habit - Charles Duhigg
আমাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করছে এই বইটা। কিভাবে দাঁত ব্রাশ একটা হ্যাবিট হিসেবে ডেভেলপ করছে। অনেক অসাধারণ একটা বই এইটা

অন্যান্য বই

১৭. মা - আনিসুল হক
অসাধারণ একটা বই। মুক্তিযুদ্ধ নিয়ে আমার জ্ঞান অলমোস্ট নাই লেভেলের। এই বইটা আমাকে মুক্তিযুদ্ধ নিয়ে আগ্রহী করে তুলেছে। যুদ্ধ এবং সিচুয়েশনগুলা আমি ফিল করেছি। এই বই পড়ার পর আমি কয়েকজনকে নক করে জিজ্ঞেস করেছি এই টাইপের আর কি কি বই পড়া উচিত।
১৮. একাত্তরের দিনগুলি - জাহানারা ইমাম
খুবই সাবলীলভাবে মুক্তিযুদ্ধের অনেক কিছু এই বইতে প্রকাশ করা হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে।
১৯. বাউন্ডুলে, বাউন্ডুলে ২ - সুমন্ত আসলাম
উনার লেখা আলপিনের পিছনে দেখে দেখে বড় হয়েছি। তখনকার রাজনৈতিক পরিবেশের কারণে তখন একটু বেশি ভালো লাগতো। এখন কনটেক্সট হারিয়ে গেছে বলে একটু কম ভালো লাগছে। তারপরেও অনেক ভালো

এছাড়াও আরো কয়েকটা বই পড়েছি। যেমন, ইচ্ছাপূরণ- মুহম্মদ জাফর ইকবাল, একাত্তরের মোসলেম ডাকাত- ইমদাদুল হক মিলন, সৎ খোঁজার পথ খোঁজা- হানিফ সংকেত, সে আসে বর্ষায়-রাহাত রাস্তি, হরিপদ ও গেলিয়ান- রাজীব হাসান, প্রোগ্রামিং কনটেস্ট ডেটা স্ট্রাকচার ও এলগোরিদম- মোঃ মাহবুবুল হাসান, সেরা রম্যরচনা- সৈয়দ মুজতবা আলী, গল্পে স্বল্পে প্রোগ্রামিং- মাইনুল রাজু, The Monk Who sold His Ferrari- Robin Sharma, How to Turn $100 into $1000000। ২০১৭ সালে তুমি কি কি বই পড়েছো ?


FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]