এই বইটাতে খুব ডিটেইলভাবে বলা আছে স্টার্টআপ কিভাবে শুরু করতে হয়। কিভাবে প্রোডাক্ট ডিজাইন করতে হয়। জাপানি lean কনসেপ্টকে স্টার্টআপ এর জন্য কাজে লাগিয়ে কিভাবে বিজনেস দাঁড় করানোটা সহজ করা যেতে পারে
ছোট ছোট করে সাইড বিজনেস কিভাবে করতে হয়। কিভাবে স্বাধীনভাবে কাজ করেও চাকরির সমান বা বেশি ইনকাম করা
যায়। সুখী ও সুন্দর লাইফ লিড করা যায়। যারা খুচরা বিজনেস করতে চায় তাদের জন্য এই বইটা অনেক অনেক ভালো।
৮. The Start up of you - Reid Hoffman
লিংকডইন এর প্রতিষ্ঠাতা এবং তার লাইফের অনেক কাহিনী নিয়ে এই বইটা। এই বইটা ভালো। তবে অন্য বইগুলা চাইতে
একটু কম মজা লাগছে
এই বইটা মোটামুটি ভালো। কয়েকটা ভালো জিনিস আছে। এই বই থেকে paypal মাফিয়া
সম্পর্কে জেনেছি। কঠিন বিজনেস কম্পিটিশনে কিভাবে টিকতে হয়, কিভাবে কোলাবোরেট করতে হয়। এবং এলোন মাস্ক সম্পর্কে অনেক কিছু
আছে এই বইতে।
এই বইটা ভালো। কিন্তু লাস্টের দিকে এসে কেমন জানি বুরোক্রেসি নিয়ে বেশি কথা বলছে
মনে হইছে আমার। শুরুর দিকটা বেশ ভালো। do or do not there is no try জিনিসটা এই বই থেকে শিখেছি।
এই বইটার কথা বলেছে উদ্ভাসের সোহাগ ভাই। এই বইটা মডার্ন low cost বা no cost মার্কেটিং সম্পর্কে প্রাথমিক ধারণা নেয়ার জন্য অসাধারণ। ইদানিং কালে কোম্পানিগুলো কিভাবে জেগে উঠছে সেইসব কাহিনী বলা আছে এই বইতে।
গ্রোথ হ্যাকিং রিলেটেড অসাধারন বই। কেউ যদি বিজনেস করতে চায়। বা মার্কেটিং নিয়ে ইনারেষ্টেড
তাদের এই বইটা মাস্ট পড়তেই হবে। কিভাবে করতে হবে সেটা স্টেপ বই স্টেপ বলা আছে।
১৩. My Life in Advertising - Claude Hopkins
কেউ যদি মার্কেটিং এ পড়তে চায় তাদের এই বই পড়তেই হবে। যদি ১৯০০ সালে কিভাবে মার্কেটিং, বিজনেস প্রমোট করতে হয় সেটা বলা আছে।
কিন্তু প্রায় সব কিছুই আজকের দিনেও ইফেক্টিভ।
এইটা পিছলা পোলাপানের জন্য অবশ্য পাঠ্য। এইটার চমৎকার একটা ভিডিও আছে। অনেক সহজ এবং
ছোট করে খুবই কাজের একটা জিনিস বলা হৈছে এই বইতে।
যে ঢিলামি করে তাদের জন্য খুবই ভালো টিপস দেয়া আছে এই বইতে।
আমাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করছে এই বইটা। কিভাবে দাঁত ব্রাশ একটা হ্যাবিট হিসেবে ডেভেলপ করছে। অনেক অসাধারণ একটা বই এইটা
অসাধারণ একটা বই। মুক্তিযুদ্ধ নিয়ে আমার জ্ঞান অলমোস্ট নাই লেভেলের। এই বইটা আমাকে মুক্তিযুদ্ধ নিয়ে আগ্রহী করে তুলেছে। যুদ্ধ এবং সিচুয়েশনগুলা আমি ফিল করেছি। এই বই পড়ার পর আমি কয়েকজনকে নক করে জিজ্ঞেস করেছি এই টাইপের আর কি কি বই পড়া উচিত।
খুবই সাবলীলভাবে মুক্তিযুদ্ধের অনেক কিছু এই বইতে প্রকাশ করা হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে।
উনার লেখা আলপিনের পিছনে দেখে দেখে বড় হয়েছি। তখনকার রাজনৈতিক পরিবেশের কারণে তখন একটু বেশি ভালো লাগতো। এখন কনটেক্সট হারিয়ে গেছে বলে একটু কম ভালো লাগছে। তারপরেও অনেক ভালো
ছোট ছোট গল্প। ভালো এবং মজার ছিল
এছাড়াও আরো কয়েকটা বই পড়েছি। যেমন,
ইচ্ছাপূরণ- মুহম্মদ জাফর ইকবাল ,
একাত্তরের মোসলেম ডাকাত- ইমদাদুল হক মিলন ,
সৎ খোঁজার পথ খোঁজা- হানিফ সংকেত ,
সে আসে বর্ষায়-রাহাত রাস্তি ,
হরিপদ ও গেলিয়ান- রাজীব হাসান ,
প্রোগ্রামিং কনটেস্ট ডেটা স্ট্রাকচার ও এলগোরিদম- মোঃ মাহবুবুল হাসান ,
সেরা রম্যরচনা- সৈয়দ মুজতবা আলী ,
গল্পে স্বল্পে প্রোগ্রামিং- মাইনুল রাজু ,
The Monk Who sold His Ferrari- Robin Sharma ,
How to Turn $100 into $1000000।
২০১৭ সালে তুমি কি কি বই পড়েছো ?