The shortest path for ফাঁকিবাজ
১.১: চায়ের দাম (teaPrice) নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটার মান সেট কর।
১.২: সিঙ্গারার দাম (saingaraPrice) নামে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটার মান সেট কর।
১.৩: এখন চায়ের দাম আর সিঙ্গারার দাম মিলে মোট কত টাকা হয় সেটা মোট দাম (totalPrice) নামে নতুন একটা ভেরিয়েবলের রাখ। সবশেষে totalPrice ভেরিয়েবলকে আউটপুট হিসেবে দেখিয়ে দে।
১.৪: গুট্টুবাবু (guttuBabu) নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার কর এবং সেটার মান সেট কর।
১.৫: মামা যাবেন (mamaJaben) নামে একটা ভেরিয়েবল লিখ এবং সত্য বা মিথ্যা দিয়ে mamaJaben ভেরিয়েবলের মান সেট কর।
১.৬: দুই-তিন লাইনে সহজ করে লিখবি- ভেরিয়েবল জিনিসটা কি? এইটা কি খায় পিন্দে না মাথায় দেয়।
পরবর্তী ধাপ: if-else প্রাকটিস
যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]