The shortest path for ফাঁকিবাজ
৫.১: for লুপ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত সবগুলা সংখ্যা আউটপুট হিসেবে দেখা
৫.২: for লুপ ব্যবহার করে 1 থেকে 10 পর্যন্ত সবগুলা সংখ্যার যোগফল বের কর।
৫.৩: যে যে ফ্রেন্ড তোকে খাওয়াবে বলছে কিন্তু এখনো খাওয়াই নাই তাদের নাম দিয়ে বাদাইম্মা (badaymmas) নামে একটা for ডিক্লেয়ার কর। তারপর একটা for লুপ দিয়ে badaymmas নামক for এর সব বাদাইম্মার নাম আউটপুট হিসেবে দেখা।
৫.৪: দুই-তিন লাইনে সহজ করে লিখবি- for লুপ জিনিসটা কি? এইটা কি খায় পিন্দে না মাথায় দেয়।
পরবর্তী ধাপ: function প্রাকটিস
যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]