The shortest path for ফাঁকিবাজ
১৪.১: একমাস পরে যাতে রিভিশন দিতে পারস, সেজন্য অল্প কয়েক লাইনে উদাহরণসহ স্ট্যাক এর একটা সামারি লিখে ফেল।
১৪.২: ভবিষ্যতে রিভিশন দেয়ার জন্য অল্প কয়েক লাইনে উদাহরণসহ কিউ এর একটা সামারি লিখে ফেল।
১৪.৩: অল্প কয়েক লাইনে উদাহরণসহ key-value ডাটা স্ট্রাকটারে, হ্যাশ টেবিল সম্পর্কে একটা সামারি লিখে ফেল।
১৪.৪: অল্প কয়েক লাইনে উদাহরণসহ সার্চ অ্যালগরিদম এর একটা সামারি লিখে ফেল।
১৪.৫: সর্টিং অ্যালগরিদম ও সিলেকশন সর্ট নিয়ে একটা সামারি লিখে ফেল।
১৪.৬: Insertion sort নিয়ে একটা খুচরা একটা সামারি লিখে ফেল।
১৪.৭: উপরে যে ছয়টা সামারি লিখছস সেগুলা একসাথ করে তোর নিজের জন্য পিডিএফ বানিয়ে রেখে দে। এই পিডিএফটাই তোর অর্জন। ফিউচারে কখনো ভুলে গেলে দ্রুত এই পিডিএফ দেখে রিভিশন দিয়ে দিতে পারবি। পিডিএফ বানানোর পর নিচে কমেন্ট কর- "হে হে আরেকটা পিডিএফ বানাইলাইছি"
পরবর্তী ধাপ: অবজেক্ট প্রাকটিস
যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]