তোমার তো দেখি হেব্বি সাহস, এই খানেও চইল্যা আইছো?

চইল্যা যখন আইছোই, তাহলে শুনো "আমি খুব সহজ সরল। জিনিসে জিনিসে ভেদাভেদ করি না"

সে কোনো সংখা (number) হোক, টেক্সট (string) হোক, সত্য মিথ্যা (boolean) যাই হোক।

সব কিছুই আমার কাছে variable
এইটা আমি আবার সংক্ষেপ করে বলি var (মানে variable এর প্রথম তিনটা লেটার )"

একদম পানির মতো সহজ।

কোনো সংখ্যা লাগলে লিখবা var x =5; আবার var y =10;
আবার দুইটা যোগ ও করে ফেলতে পারো var z=x+y;
আর চাইলে বিয়োগ (var z=x-y;),
গুন (var z= x*y;),
ভাগ (var z=x/y;) ও করে ফেলতে পর
আর রেজাল্ট দেখতে চাইলে লিখো alert() যেমন , alert(z);
একইভাবে আমি কোনো টেক্সট বা স্ট্রিং ও ব্যবহার করতে পারি।
এই যেমন,
var str ="my awesome string";
var str2 ="another string";
চাইলে স্ট্রিং দুইটারেও জোড়া দিতে পারো

var newStr = str +str2;

আর রেজাল্ট দেখতে চাইলে লিখো alert() যেমন , alert(newStr);
আবার একই জায়গায় সত্য মিথ্যাও রাখতে পারো। যেমন,

var amiValo =true;
var tumiKharap = false;

আর রেজাল্ট দেখতে চাইলে লিখো alert() যেমন , alert(amiValo);
কোনো দুইটা জিনিস তুলনা করার জন্য অনেক উপায় আছে
এই যেমন,
var x =3;
var y =5;
== দুইটা সমান চিহ্ন দিয়ে তুলনা করি সমান কিনা
!= একটা আশ্চর্য ও একটা সমান চিহ্ন দিয়ে তুলনা করি অসমান কিনা
x>y মানে, চেক করবে y এর চাইতে x বড় কিনা
X < y মানে, চেক করবে y এর চাইতে x ছোট কিনা
আর রেজাল্ট দেখতে চাইলে লিখো alert() যেমন , alert(x==y);
আমি কিন্তু যে যেরকম তাকে সেরকম ভাবে দেখি।
তাই x আর X আমার কাছে এক নয়
X বড় হাতের, x ছোট হাতের
তাই এই দুইটা সমান নয়
মোদ্দাকথা আমি কেইস সেনসিটিভ (উল্টা পাল্টা কেইস নিয়ে আমার কাছে আসবেন না )
var first = "x";
var second = "X";

আর রেজাল্ট দেখতে চাইলে লিখো alert() যেমন , alert(first==second);
তোমার যদি এক টাইপের জিনিস অনেকগুলা থাকে।
এই যেমন ধরো তোমার অনেকগুলা সংখ্যা আছে।
তাইলে তুমি পন্ডিত অনেকগুলা var লিখতে পারো। যেমন,

var a=3; var b=5; var c=6; var d=9----
আমি গাধায় সেটা না করে array লিখি
array লিখতে হয় [ ] থার্ড ব্রেকেটের মধ্যে। যেমন,

var myArray = [3,5,6,9];

আর array এর প্রথম সংখ্যা পড়ার উপায় myArray[0];

আর রেজাল্ট দেখতে চাইলে লিখো alert() যেমন , alert(myArray[1]);

সুধীমন্ডলী,


আমরা আজকের অনুষ্ঠানের শেষপ্রান্তে চলে এসেছি। আমার সম্পর্কে আরো জানতে ক্লিক করুন

Error (if any):