- ক্ষিধা নাই
- পাতিলে এখনো ভাত আছে
- জ্বর কমে যাচ্ছে, ডাক্তার ডাকা লাগবে না
- আগের ঈদের শাড়িটা এখনো নতুনের মত আছে, নতুন কিনা লাগবে না
আম্মুদের এই মিথ্যাগুলি, ছোট ছোট ছেলে মেয়েরা বিশ্বাস করে, ঘুমিয়ে পড়ে। আম্মুদের মিথ্যা বলার কারণ ছিলো, নিজে কষ্ট করে হইলেও, সন্তানদের জন্য সেক্রিফাইস করা। আর এই সব ছেলে মেয়েরা বড় হইলে, তারাও মিথ্যা বলা শুরু করে, তবে অন্যরকম মিথ্যা-
- শম্পার বার্থডেতে সারপ্রাইজ দিতে সব ফ্রেন্ডরা আসবে (আসলে সেটিং করা আছে, যাবে অন্য খানে)
- চারটা বই কিনতে ৩৫০০ টাকা লাগবে (আসলে গার্লফ্রেন্ডের জন্য গিফট কিনবে)
- রেজাল্ট খুব ভালো হইছে (পাঁচটার মধ্যে তিনটাতে ফেল)
- ল্যাপটপে কাজ করতেছি (কিসব জিনিস দেখে - পাবলিকলি বলা যাচ্ছে না)
এর চাইতে ভয়ংকর মিথ্যা হচ্ছে, যে মিথ্যাটা নিজের সাথে নিজে বলে -
- এই সপ্তাহ যাক পরের সপ্তাহে শুরু করলেই শেষ হয়ে যাবে
- একবার দুইবার খাইলে কিচ্ছু হয় না। আমি তো নেশা করতেছি না
- আর পাঁচ মিনিট পরেই ফেইসবুক থেকে বের হয়ে যাবো
- পাশ করে বের হইলে, চাকরির অভাব হবে না
হুট হাট করে মাঝে মধ্যে লেখা আসবে