সফলতা না খুঁজে, চেষ্টার প্রসেস এনজয় করো

চেষ্টার নেশা, সফলদের একমাত্র পেশা

চেষ্টা বিষয়ক সব লেখার মূল পাতা

একবার না পারিলে দেখো শতবার - কথাটাতে বলে নাই, শত বার চেষ্টা করার পরে না হইলে কি করবো? ছেড়ে দিবো, নাকি আরো চেষ্টা চালিয়ে যাবো? তার চাইতেও বড় ঘাপলা হচ্ছে, ওরা বলে নাই, একশবারের চেষ্টা কি একই সিস্টেমে চালিয়ে যাবো?

ধরেন, আপনি তেলের সাথে পানি মিশানোর চেষ্টায় নামলেন। একবার চামচ দিয়ে ঘুঁটা দিলেন, লাভ হলো না। পরেরবারও ঘুঁটা দিলেন, তাতেও লাভ হলো না। এই একই সিস্টেমে দশ-বিশবার ট্রাই করে আপনি ভাবলেন - আরে বাহ্, আমিতো বিশবার ট্রাই করে ফেলছি। আসলে আপনি বিশবার ট্রাই করেন নাই। বরং একটা ট্রাই বিশবার করছেন। সেজন্যই ট্রাই এর সংখ্যা বেশি মনে হইলেও, লাভের লাভ কিছু হয় না।

তার চাইতে বরং প্রথমবার ট্রাই করার পরেও যখন কাজ হলো না। তখন দ্বিতীয়বার ট্রাই করার আগে একটু ভেবে দেখলেন, আগেরবার কেনো কাজ হলো না। এইবার ট্রাই করার সিস্টেমে কি পরিবর্তন করা যায়। হয়তো পানি একটু গরম করে নিলেন বা তেল ফ্রিজে রেখে ঠাণ্ডা করে দেখলেন। নতুবা একটু লবণ যোগ করে দেখলেন কি হয়। দুইদিন পরে অন্য আরেকটা বুদ্ধি বের করে, একটু ডিটারজেন্ট দিয়ে দেখলেন। সেটাতেও কাজ না হলে, একদিন না একদিন- একটু খাবারের রং আর একটু ডিটারজেন্ট দিয়ে, তেল আর পানি ঠিকই মিশিয়ে ফেলবেন। কারণ আপনি চেষ্টার প্রসেসটাকে এনজয় করেছেন। ডিফারেন্ট এঙ্গেল থেকে ডিফারেন্টভাবে ট্রাই করতে করতে আপনি ভুলেই গেছেন, কতবার ট্রাই করেতেছেন আর কতবার ব্যর্থ হয়েছেন। সেজন্য যারা চেষ্টার প্রসেসকে উপভোগ করে তারা পারসুয়েসিব (আত্মপ্রত্যয়ী) হয় এবং শেষ পর্যন্ত সফল হয়েই যায়।

তাই, চেষ্টার প্রসেসটাকে এনজয় করুন, সফলতা আপনাআপনি চলে আসবে।

সঙ্গেই থাকুন::

হুট হাট করে মাঝে মধ্যে লেখা আসবে


FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]