চেষ্টার অভ্যাস, লাইফ-স্টাইলে চেইঞ্জ

চেষ্টার নেশা, সফলদের একমাত্র পেশা

চেষ্টা বিষয়ক সব লেখার মূল পাতা

যতই রান্নার রেসিপি, কেকা ফেরদৌসির টিভিসি, বা কেএফসি খাও না কেনো। সেইসব রেসিপি অনুসারে, তোমার রান্নার স্টাইল চেইঞ্জ না করলে; তরকারির স্বাদ, সংবাদ, বা আবাদ কোনটাই ইম্প্রুভ হবে না। পোষা গণ্ডির বাইরে না এসে, মশার মতো খোসার ভিতরে বসে ঘ্যান-ঘ্যান করলে, তোমার গান তুমি ছাড়া অন্য কেউ শুনবে না। উঁচু লেভেলে উঠতে চাইলে, খোসা ভাঙতে হবে, উঁচু লেভেলের সিঁড়ি খুঁজতে হবে। দড়ি ধরতে হবে। এক দড়ি ছিঁড়ে গেলে, অন্য দড়ি লাগাতে হবে। চেষ্টার অভ্যাস ডেভেলপ করতে হবে।

চেষ্টার অভ্যাস ডেভেলপ না করলে, লাইফ-স্টাইলে চেইঞ্জ না আনলে; হতাশা, কনফিউশন ছাড়া অন্য কোন লোশন তোমার কপালে ফিট খাবে না। লম্বা লম্বা প্ল্যান, শত শত শুভাকাঙ্ক্ষী, কেউ ই তোমার লাইফে তরমুজ-বাঙ্গি নিয়ে আসবে না। উৎসাহমূলক লেখা, ভাগ্যের রেখা, মোটিভেশনাল ভিডিও থেকে শেখা, কোন কিছুই আউটপুট দিবে না- যদি না, তুমি কাজটা শুরু না করো। লেগে না থাকো, চেষ্টা না করো।

শুরুটা বিশাল আকারে করতে গিয়ে, ক্যাঁচাল বাধিয়ে, ঘোড়াশাল গিয়ে ঝিমানোর অবস্থা তৈরি না করে, অল্প অল্প করে শুরু করো। ডেইলি আধা ঘন্টা পারো, এক ঘন্টা পারো- সেই সময়টায় মোবাইল-ইন্টারনেট বন্ধ করে, লোভ-লোকসানের হিসাবকে অন্ধ বানিয়ে, চেষ্টার ছন্দ তৈরি করতে পারলেই, লাইফে সফলতার গন্ধ আসবে। অর্জন আসবে।

সঙ্গেই থাকুন::

হুট হাট করে মাঝে মধ্যে লেখা আসবে


FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]