দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা

চেষ্টার নেশা, সফলদের একমাত্র পেশা

চেষ্টা বিষয়ক সব লেখার মূল পাতা

দুনিয়াতে সবচেয়ে বড় মিথ্যা -"পড়ালেখা আপনাকে সফল করে তুলবে" এইটা যদি সত্যিই হতো, তাইলে দুনিয়ার সবচেয়ে বড় ডিগ্রীধারী লোকগুলা সবচেয়ে বেশি সফল হতো। তা কিন্তু না। বরং সফল অনেকেই ঠিকমতো গ্রাজুয়েশনই শেষ করে নাই।

এই বাজে মিথ্যা আঁকড়ে ধরে রাখার কারণ হচ্ছে, "ভয়" থ্রি ইডিয়টসের ভাষায়, "ডিগ্রী না থাকলে, জব পাওয়া যাবে না। জব না থাকলে, মেয়ের বাপ মেয়ে দিবে না। ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিবে না। দুনিয়া রেসপেক্ট দিবে না।"

আমাদের মুরুব্বিদের কাছে, আমরা কি চাই বা আমাদের কি ভালো লাগে তার চাইতে সেইফ হওয়া বেশি ইম্পর্টান্ট সেইজন্য মিউজিশিয়ান, আর্টিস্ট, কবি, এডভেঞ্চার বা মাউন্টেন রাইডার এমনকি ফেইসবুক সেলিব্রেটি টাইপের লোকগুলা সবচেয়ে ভালো যে কাজ করতে পারে, সেই কাজের জন্য কোন চাকরি নাই ভুল কাজ করে, সংসার চালাতে গিয়ে, লাইফ টাকে সেইফ মুডে রাখতে গিয়ে স্বপ্নটাকে দূরে ঠেলে দিচ্ছে।

খুব ছোট বেলায় আপনি হয়তো নাচ ভালো জানতেন আপনার আব্বু-আম্মু এসে বলল, "এইবার পড়ালেখায় মনোযোগ দাও" হারিয়ে গেলো আপনার ভালো লাগা, ধূলায় মিশে গেলে আপনার স্কিল, স্বপ্ন

প্রতিদিন অফিস থেকে ফেরার পথে ভাবি, গুগলে সার্চ মেরে, কোড কপি পেস্ট করতে কি আমি জন্মেছি? আবার মাঝে মাঝে ভাবি, যদি নিজেকে আনএডুকেটেড করে ফিরে যেতে পারতাম শৈশবে স্কুলের ৯৫% অপ্রয়োজনীয় জিনিস শিখে টাইম নষ্ট না করে আমার ড্রিমটাকে ফলো করতাম। জীবনটাকে সফল করতে পারতাম সেইফ থাকতে গিয়েই সবচেয়ে বড় রিস্কে পড়েছি, কারণ The biggest risk is to take no risk.

সঙ্গেই থাকুন::

হুট হাট করে মাঝে মধ্যে লেখা আসবে


FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]