জীবনকে জীবনের গতিতে চলতে দিও নাা

চেষ্টার নেশা, সফলদের একমাত্র পেশা

চেষ্টা বিষয়ক সব লেখার মূল পাতা

জীবনকে জীবনের গতিতে চলতে দিও না। বরং জীবনের সামনে রুখে দাড়াও। সময় অপচয়ের টুটি চেপে ধরো। আজকের সকালটা, আজকের দিনটা তোমার জন্য ইফেক্টিভ না হলে, এই মাসটা, এই বছরটা তোমার জন্য ইফেক্টিভ হবে না। তাই প্রতিটা দিনের, প্রতিটা ঘন্টার জবাবদিহিতা নিশ্চিত করো।

কোন সমস্যাই জীবনের চাইতে বড় না। কোন ব্যর্থতাই জীবনের সব সম্ভাবনাকে মুছে দিতে পারে না। কারো অভিমত, কারো ভালো লাগা, কারো পাশে থাকার উপর তোমার বেঁচে থাকা নির্ভর করতে পারে না। কোন প্রেমই জীবনের সর্বস্ব হবে না। তোমার জীবন তোমার চিন্তার চাইতেও বড়। তোমার ইমোশনের চাইতেও বড়।

হতাশা কাটাতে জীবনকে ধাক্কা দাও। নিজের ভিতরে স্পৃহা জাগাও। স্টেপগুলো, চিন্তাভাবনাগুলো কন্ট্রোল করো, লাইফ কন্ট্রোলে চলে আসবে।

আজকে যে অবস্থানে আছো- সেটাই তোমার বাস্তবতা। বাস্তবতাকে স্বীকার করো, প্রকাশ করো। চেপে রেখো না, চাপ বাড়বে। আগে কী ছিলা, সেই ইতিহাস জাবর কেটে লাভ নাই। বরং কালকে কোন লেভেলে যাবা, সেটার চেষ্টা করো। সাথের বন্ধুদের অবস্থান চিন্তা করে হতাশার বীজ না এনে, চেষ্টায় তেজ আনো। উপহাস, উপেক্ষার জবাব দেয়ার জন্য মিরাকল না খুঁজে, স্কিল খুঁজো।

স্বপ্ন দেখে লাভ নেই। চেষ্টা করলে লাভ আছে। রুটিন বানানো কোন অর্জন না। কাজ করাটা অর্জন। শুধু আশা নিয়ে বসে থাকলে কিচ্ছু চেইঞ্জ হবে না। লেগে থেকে সাধনা করলে চেইঞ্জ হবে। তাই স্বপ্ন দেখো না। চেষ্টা করে দেখাও। চেষ্টার পরিমাণ বাড়াও। মনোবল বেড়ে যাবে।

সঙ্গেই থাকুন::

হুট হাট করে মাঝে মধ্যে লেখা আসবে


FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]