ফুলবল খেলার স্টাইলে চেষ্টা

চেষ্টার নেশা, সফলদের একমাত্র পেশা

চেষ্টা বিষয়ক সব লেখার মূল পাতা

ধরেন আপনি ফুটবল খেলতে নামছেন লাথি দেয়া শুরু করলেন মাঝ ফিল্ড থেকে দুই কদম না আগাতেই, প্রতিপক্ষের মিডফিল্ডার এসে পড়লো তাকে পাশ কাটাতে না কাটাতেই আরো দুইজন আপনার সামনে হাজির, এদেরকেও পাশ কাটিয়ে, একটু আধটু চেষ্টা করে প্রতিপক্ষের ডি-বক্সের কাছে আসতেই চার-পাঁচজন ডিফেন্ডার এসে ঘিরে ধরলো আপনি মরিয়া হয়ে চাইলেন, এই বাধার দেয়াল পার হতে কিন্তু পারলেন না। আপনার কাছ থেকে বল কেড়ে নিয়ে গেলো লম্বা একটা শর্ট দিয়ে, অনেক অনেক দুরে বল পাঠিয়ে দিলো

এক মুহূর্ত আগে, যে বলটা আপনার কাছে ছিলো, আপনি যেটাকে কন্ট্রোল করতেছিলেন সেটা এখন চলে গেছে, অনেক অনেক দূরে এখন, আপনি কি সেখানে ঠায় দাড়িয়ে থাকবেন? আপনার আর গোল দেয়ার সম্ভাবনা নাই দেখে আপনি কি খেলা ছেড়ে উঠে যাবেন? না যাবেন না।

বরং মাঝ মাঠের দিকে ছুটে যাবেন ইনফ্যাক্ট। যেখানে, এখন বল আছে, সেখানে যাবেন। অন্য কারো কাছ থেকে, সহজে বা কষ্ট করে বল অর্জন করতে পারলে নব্য উদ্যমে, আরেকবার শুরু করতে চাইবেন। এইভাবে একবার-দুইবার নয়, শত শত বার চেষ্টা করে কখনো একটু বেশি আবার কখনো অনেক অনেক কম আগাতে পারবেন। চেষ্টা করতে করতে, একসময় গোলপোস্ট ফাঁকা পেয়েও গোল মিস হয়ে যেতে পারে কিন্তু যেটা মিস হবে না, সেটা হচ্ছে আপনার গোল দেয়ার আপ্রাণ চেষ্টা এই চেষ্টা বহাল থাকলে, গোল আপনি পাবেনই আজকে না হয়, কালকে। এই বছর না হয় পরের বছর।

জীবনটা জাস্ট একটা খেলার মাঠ, এখানে সফল হইতে চাইলে, লক্ষ্য অর্জন করতে হলে আপনার অনেক প্রতিপক্ষ আসবে ল্যাং মারবে, ধাক্কা দিবে, পা ভেঙ্গে ফেলবে সরকারী সংস্থা এসে আপনাকে হলুদ কার্ড, লাল কার্ড দেখাবে যত্ত কিচ্ছুই হোক না কেনো, আপনাকে বলের পিছনে ছুটতে হবে

দুনিয়ার সেরা ফুটবলারকে দেখে আমরা ভাবি, "ওর মধ্যে, ম্যাজিক আছে" সত্যিই কি তাই? নেক্সট টাইম খেলা দেখতে বসলে, খেয়াল করবেন প্রত্যেক চেষ্টায় সে কিন্তু, ইনস্ট্যান্ট ম্যাজিক দেখাতে পারে না। অনেক অনেক শর্ট মিস করে, তার কাছ থেকেও বল কেড়ে নেয় আপনার যেমন, বল হারিয়ে ফেলার, ধাক্কা খাবার, ব্যর্থ হবার ভয় আছে, তারও সেই ভয় আছে।

তবে, চ্যাম্পিয়ন আর সফল লোকদের আসল ম্যাজিক হচ্ছে, চেষ্টা করার, কনস্ট্যান্ট ক্ষুধা তৈরি করার ক্ষমতা যতবার ব্যর্থ হয়, ক্ষুধা তত বেশি হয়। আজকে বিশ্ব সেরা খেলোয়াড় হইলেও, রিলাকট্যান্ট হয় না। ক্ষুধা আরো বাড়িয়ে, পরের দিন মাঠে নামে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে, আবারো উঠে, লক্ষের পিছনে ছুটে . . আপনি সফল হইতে হইলে, আপনারও বার বার চেষ্টা করার ক্ষুধাটা লাগবে কারণ, বারে বারে লাথি দিলে, তালা ঠিকই ভাঙ্গবে স্বপ্নের দরজাটা একদিন খুলবে

সঙ্গেই থাকুন::

হুট হাট করে মাঝে মধ্যে লেখা আসবে


FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]