বাঁকা আঙ্গুলে ট্রাই

চেষ্টার নেশা, সফলদের একমাত্র পেশা

চেষ্টা বিষয়ক সব লেখার মূল পাতা

ঢাকা শহরের যেকোনো ব্যস্ত রাস্তা ক্রস করতে গেলে সেরাম লেভেলের হেডম লাগে। ভো ভো করে, একটার পর একটা, বাস, ট্রাক রিক্সা ডাইনে-বামে কাইট মারে, দেখলে মনে হয় এক একটা আজরাইল প্যাঁ পো করে চলে যাচ্ছে। তারপরেও আমি-আপনি সবাই প্রতিদিন রাস্তা ক্রস করার এটেম্পট নেই। টেম্পুর হর্ন বা বাসের হেলপারের চিল্লানি শুনে পিছিয়ে গেলেও চেষ্টা করা বন্ধ করে দেই না। বাসায় ফেরত চলে যাই না। বরং যে জায়গায় দাড়িয়ে ছিলাম, তার একটু দুরেই, আমার-আপনার মত আরও দুই-চারজন যারা রাস্তা পার হবার ট্রাই করতেছিলো, তাদের কাছে চলে যাই। অল্প সময়ের মধ্যেই অপরিচিত চার-পাঁচজন মানুষের একটা গ্রুপ তৈরি হয়ে যায়। এদের কেউ কাউরে চিনে না। কিন্তু সবার একটাই টার্গেট, রাস্তা পার হতে হবে। তখন দেখা যায়, একজন সামনে, আরেকজন পিছনে এইভাবে পার হতে শুরু করলে, কান ঝালাপালা করে দিয়ে হর্ন বাজানো গাড়িগুলাও একটু স্লো হয়ে, রাস্তা ক্রস করার সুযোগ করে দেয়।

আপনি প্রোগ্রামার, ফটোগ্রাফার, ফ্যাশন ডিজাইনার, বিজনেস ওনার যা ই হতে চান না কোনো। আশেপাশের সবাই ভুভুজেলা বাজিয়ে আপনাকে ছিটকে ফেলে দিবে। আপনার স্বপ্নের রাস্তা থেকে। তবে হতাশ হয়ে বাসায় ফিরে যাওয়া যাবে না। দুই-চারবার নিজে নিজে ট্রাই করে সুবিধা করতে না পারলে। রাস্তা-ঘাটে, ভার্সিটিতে, যেকোন ছোট খাটো আড্ডা, ওয়ার্কশপ, কনফারেন্স বা গ্রুপ ডিসকাশনে আপনার মত একই পথের পথিকদের খুঁজে বের করতে হবে। অন্যরা আগ্রহ না দেখালেও, যেচে যেচে পিছে পিছে ঘুরতে হবে। চামে-চুমে খাতির করার চেষ্টা করতে হবে। হেল্প করতে না চাইলেও, দূর থেকে দেখতে হবে, কিভাবে করতেছে। তারপর সেটার মত করে করার চেষ্টা করতে হবে। ওদের দেখে দেখে, কপি মেরে করতে গেলেও এক চান্সে সব হয়ে যাবে না। তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে। একই পথের পথিকদের নিয়ে একটা গ্রুপ তৈরি করতে হবে। বা অনেক অনেক খোঁজাখুঁজি করে একটা গ্রুপ খুঁজে বের করতে হবে। তখন দেখা যাবে রাস্তা পার হবার মতো করে, একজন সামনে, আরেকজন তাকে ফলো করে করে, কঠিন রাস্তা ঠিকই পার হয়ে যাবেন। কারণ, একের বোঝা দশের লাঠি।

গুলা-বিশেক ট্রাই করে করে খুব কাছের স্বপ্নটাকে ধরতে না পারলে, একটু এনালাইসিস করুন কেনো হচ্ছে না। অন্য কিভাবে ট্রাই করতে পারেন। রাস্তার সাইডে দাড়িয়ে একটু ভাবুন, দেখুন অন্যরা কিভাবে ক্রস করতেছে, কি কি বিকল্প উপায় আছে। একটু ভাবলে, আশেপাশে তাকালে, একটু দুরে দেখবেন, হা করে একটা ওভারব্রিজ তাকিয়ে আছে। হয়তো এক্সট্রা একটু হাটতে হবে, তবুও রাস্তা ক্রস করতে পারা তুলনামূলক সহজতর হবে। তাই, খুব কাছের স্বপ্নটা অধরা হয়ে উঠলে, বিকল্প পথে টাইম একটু বেশি লাগলেও, সফল হবার চান্স বেশি থাকে।

সঙ্গেই থাকুন::

হুট হাট করে মাঝে মধ্যে লেখা আসবে


FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]