মরিয়া হয়ে চেষ্টা

চেষ্টার নেশা, সফলদের একমাত্র পেশা

চেষ্টা বিষয়ক সব লেখার মূল পাতা

একটা-দুইটা বাড়ি দিয়ে, লোহার টুকরাকে দা-বটি বানানো যায় না। চার-পাঁচটা ইট রাখলেই, আস্ত একটা বিল্ডিং দাঁড়িয়ে যায় না। দুই-একবার পানিতে নেমেই কেউ সাঁতার শিখে ফেলে না। বরং বারবার পানিতে নামতে হবে। যতবার পানিতে নামবে, ততবার আগের চাইতে একটু বেশি চেষ্টা করার, একটু বেশিক্ষণ টিকে থাকার ইচ্ছা নিয়ে নামতে হবে। তারপর ইচ্ছাটা কাজে রূপান্তর করতে হবে। দিনের পর দিন টার্গেটের পিছনে টইটই করে ঘুরতে হবে। লক্ষ্যের পিছনে ছেঁচড়া এর মতো লেগে থাকতে হবে। হোঁচট খেলেও বার বার উঠে দাঁড়াতে হবে।

তবে কতবার চেষ্টা করছো, কতবার পানিতে নামছো, কতবার পড়তে বসছো, কতবার পরীক্ষা দিছো- সেটা মেটার করবে না। বরং প্রত্যেকবার চেষ্টা করার আগে, আগের বারের চাইতে ডাবল প্রিপারেশন, ডাবল শ্রম, ডাবল চেষ্টা, ডাবল স্কিল ডেভেলপ করছো কিনা- সেটা মেটার করবে। মনে রাখবে- একটা-দুইটা বাড়ি খেলে, লোহার টুকরা দেখতে দা-বটির মতো শেইপ পেয়ে যাবে না। এক-দুইদিন ঝাঁকি দিলে তোমার আলসেমির সব মরিচা ঝড়ে পড়বে না। তোমার জড়তা, তোমার ভয়, তোমার চারপাশের মানুষের নেগেটিভিটি একদিনে চেইঞ্জ হবে না। তবে একটা দীর্ঘ সময় লেগে থাকলে চেইঞ্জ আনা অসম্ভবও না।

কারো লাইফকে ঘুরিয়ে দেয়ার জন্য যদি একটা জিনিসের প্রয়োজন হয়। সেটা হচ্ছে- মরিয়া হয়ে চেষ্টা। যখন মরিয়া হয়ে কিছু অর্জন করতে চাইবে, তখন সব ডিস্ট্রাকশন জানালা দিয়ে পালাবে। ফোকাসনেস আপনা-আপনি গজিয়ে উঠবে। কনফিডেন্সের আবির্ভাব হবে। ফিউচার নিয়ে কনফিউশন একটু একটু করে কেটে যাবে। আর চেষ্টা না করলে, ইচ্ছাগুলোকে একটু একটু করে কাজে কনভার্ট না করলে- ছোটবেলায় দেখা স্বপ্ন, আত্নীয়-স্বজনের বিশ্বাস, ইন্টারনেটে পাওয়া মোটিভেশন, সব বুড়িগঙ্গার জলে ভেসে যাবে। তখন অন্যের এগিয়ে যাওয়া দেখা ছাড়া তোমার কিছুই করার থাকবে না।

সঙ্গেই থাকুন::

হুট হাট করে মাঝে মধ্যে লেখা আসবে


FB post




Question or Feedback:

যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]