The shortest path for ফাঁকিবাজ
প্রোগ্রামিংয়ের বলদ টু বস সম্পর্কে বিস্তারিত জানতে এইখানে যাও
প্রোগ্রামিং নিয়ে ক্যাও ক্যাও, ম্যাও ম্যাও করা পোলাপানকে তিনটা গরূপে ভাগ করা যায়।
এরা প্রোগ্রামিং শিখা শুরু না করেই আল্লাদি মেরে বলবে- প্রোগ্রামার হতে হলে ম্যাথ জানা লাগে, ব্রিলিয়ান্ট হওয়া লাগে। প্রোগ্রামিং অনেক কঠিন, শক্ত মুড়ির টিন, হাবলুদের সতীন। এরা হাবিজাবি বলে, কুত কুত খেলে, সময় নষ্ট করার ট্যাবলেট গিলে, কিন্তু প্রোগ্রামিং শিখার কাজটা শুরুই করে না।
এরা টিউটোরিয়াল কালেক্ট করবে, অন্যের কাছে সাজেশন নিয়ে দুই-তিন মাস ঘুমিয়ে থাকবে, মাঝে মধ্যে প্রোগ্রামিংকে হালকা পাতলা গুতা মারলেও, বেশিরভাগ সময় হতাশ আর কনফিউজড হয়ে, এন্ড্রয়েড ফোনের মতো হ্যাং হয়ে বসে থাকবে।
এইসব অলস, কলস, ফাঁকিবাজ, সেলফিবাজদের হতাশা কমিয়ে, বাতাসা খাওয়াতে, আন্তর্জাতিক বলদ কমিটির চেয়ারম্যান, ঝংকার মাহবুব লিখেছেন- প্রোগ্রামিংয়ের বলদ টু বস। যাতে চাকরির বাজারে, চাল্লুদের মাজারে, অবহেলিতরা, বলদ থেকে ডাইরেক্ট বস হয়ে যেতে পারে।
যদি লোকসম্মুখে প্রশ্ন জিগ্গেস করতে বা উপদেশ, বকাঝকা, গালাগালি, হুমকি দিতে সংকোচ লাগে তাইলে ইমেইল করে দেন [email protected]